চার থেকে পাঁচ লক্ষ, স্বপ্নের দাম,
বিদেশের পথে হাঁটে ঘামের বীর মান।
বুকে আশা, চোখে জল, হৃদয় ভরা ব্যথা,
তবু কেনো পথে শুধু বাধার বেড়া-কথা?
সিন্ডিকেটের ফাঁদে টিকিটের দোহাই,
স্বল্প টাকায় পাড়ি দেওয়া কি আর হয় ভাই?
এই কি চাওয়া, এই কি স্বপ্নের বাসনা,
কেনো তবে নিঃশব্দ মুখে সয়ে যায় যন্ত্রণা?
এয়ারপোর্টের পথে যেন না হয় লাঞ্ছনা,
স্বপ্ন পূরণের পথে থাকুক না আলোচনা।
তাহাদের ঘামে গড়া দেশের উন্নতি,
তাহাদের পথ হউক সোজা, সহজ, পবিত্র।
তাহাদের রক্তে লেখা মাটির এই ইতিহাস,
তাহাদের জন্যেই জ্বলে জাতির আশার বাতাস।
তাহাদের মুখে হাসি, ত্যাগে ফুটুক আলো,
তাহাদের স্বপ্নে থাকুক দেশের মঙ্গল ভালো।