শব্দহীন প্রতিবাদ, হৃদয়ের গভীরে এক কান্না,
যে কান্না একদিন মুক্তি পাবে, ছড়িয়ে যাবে চিরকাল।
কথা বলার দরকার নেই, চোখের ভাষাই যথেষ্ট,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আমার একমাত্র লক্ষ্য।
শব্দহীন প্রতিবাদ, যেন নদীর নীরব প্রবাহ,
তবে তার শক্তি, পাহাড়ের মতো অটুট ও চিরস্থায়ী।
যতদিন না প্রতিটি মানুষ পাবে তার অধিকার,
ততদিন আমি চলবো, আমার বিশ্বাসের পথে, একাকী।
কণ্ঠহীন হলেও, আমার মনের ভিতর চলেছে এক যুদ্ধ,
এ যুদ্ধ হবে জয়ী, সে দিন আসবে অচিরেই।
প্রতিবাদের শক্তি, আসলে আমাদের চিত্তে,
শব্দহীন হলেও, পরিবর্তন আসবে নিশ্চয়, সেটা নিশ্চিত।
মনে রেখো, সাইলেন্সই কখনও কখনও সবচেয়ে শক্তিশালী,
যেখানে আওয়াজ নেই, সেখানে বিদ্রোহের আগুন জ্বলছে সবার মাঝে।
শব্দহীন প্রতিবাদ, অশান্ত পৃথিবীতে এক শান্ত সুর,
আজ না হলেও, একদিন তার আলো ছড়াবে, প্রতিটি কোণে, প্রতিটি ঘরে।