দুইশো বছর পরে কে থাকবে ঘরে,
কেউ জানে না ভাই,।
এই উঠোন, গাছের ছায়া,
থাকবে শুধু স্মৃতির মায়া।
আমার দাদার দাদার কবর,
কোথায় যেন হারিয়ে গেল।
আমার কবর হারিয়ে যাবে,
মাটির নিচে শুয়ে থাকবে।
যে ধন-সম্পদ করলাম জমা,
থাকবে পরে মিছে মায়া।
সুদ ঘুষে গড়া পাহাড়,
সবই হবে শেষ, কিছুই থাকবে না হাতে।
আসুন সবাই মিলে পথ ধরি,
সত্যের আলোয় জীবন গড়ি।
এই জীবন শেষে রবে আলো,
শেষে পাবো শান্তি, চিরকাল ভালো।