ভাই নেয় না, ভাইয়ের খোঁজ,
টাকা দিয়ে মেলে রোজ।
টাকা দিয়ে কথা বলে,
শব্দ দিয়ে খোঁচার ছলে।
নিয়ম-নীতির কিছু নাই,
স্বার্থ ছাড়া কথা নাই।
টাকা ছাড়া কেউ বোঝে না,
স্বার্থ ছাড়া কেউ খোঁজে না।
মনের কথা কেউ শোনে না,
স্বার্থ ছাড়া কেউ বুঝে না।
পথে চলি, হাতে হাত,
মিছে স্বপ্ন দেয় যে মাত।
কষ্ট নিয়ে বুকটা ভরে,
কেউ দেখে, কেউ মরে।
মানুষ যদি মানুষ হতো,
মায়ায় বাঁধা থাকতো যত।
তবে কি আর এমন হতো?
টাকা ছাড়া সবাই রতো!