নদী, তুমি কোথায় যাও,
স্রোতের বুকে স্বপ্ন বাও।
কূলের কাছে ঢেউয়ের খেলা,
জীবন নিয়ে কেমন মেলা!

তুমি ভাঙো, আবার গড়ো,
তোমার বুকে সুখের ঘরও।
দুঃখ এসে গাইছে গান,
তবু তুমি বয়ে চলো নির্জ্ঞান।

তোমার জলে ভাসে আশা,
তোমায় দেখে মন যে বসা।
তুমি চলো, থামো না,
সবার সাথে থাকো হেঁটে।

মেঘনার তীরে শুনি সুর,
তোমার মাঝে স্মৃতি ঘুর।
তুমি জীবন, তুমি দিশা,
তোমার পথে হোক পরিচয় লেখা।