খেতে বসেছি ভাত, ভাতটা হলো ঠান্ডা,
প্লেটে দিলো আন্ডা, আন্ডাটা বেশ গরম।
ভাবলাম খেতে ভালোই, তবু লাগল শরম।

চাইলাম একটু শাক, সে উঠল খুব রাগ,
চাইলাম একটু আলু, প্লেটে ছিল বালু।
আমি করলাম রাগ, সে বলে, “তুই বাঘ!”

চাইলাম একটু ডাল, পেলাম কেবল গাল,
চাইলাম তরকারি, বলল, “এটা কি সরকারি?”
চাইলাম একটু নুন, বলল, “তোমার কী গুণ?”

এই কথা শুনে দিলাম মুসকি হাসি,
তারপর সে হালকা করে দিলো ছোট্ট কাশি।
সেই গল্প এখানেই মুছে যায় শেষ,
প্লেটের খাবার যেন ছিল না বিশেষ।