শাপলাচত্বরের কালো রজনী, রক্তে রঞ্জিত বাংলার মাটি,
থেমে গিয়েছিল প্রাণের গান, আর্তনাদে ভারী ছিল বাতাস।
অন্ধকারে লুকিয়ে কেড়ে নিয়েছিল বহু জীবন,
স্বৈরাচারের থাবায় নিভে গিয়েছিল স্পন্দন।

মায়ের বুক ছিল শূন্য, ধর্ষিতা বোনের মুখে কান্না,
অন্যায় চাপা দিয়েছিল মানবতার কণ্ঠ।
আজ জনতার কণ্ঠে উঠছে ন্যায়ের আওয়াজ,
স্বৈরাচারের বিচার চাওয়া, তাদের পরিণাম হোক নির্ধারিত।

ফাঁসি চাই, প্রতিশোধ চাই, কালো রজনীর জন্য,
আর ফিরতে দেবো না তাদের, বন্ধ হোক অত্যাচারের পথচলা।
আমরা শপথ নিয়েছি শান্তি প্রতিষ্ঠা হবে,
প্রতিটি অপরাধের হিসাব মিটিয়ে, গড়বো ন্যায়ের দেশ।

এখানে আর কোন মা কাঁদবে না, কেউ হারাবে না প্রাণ,
শান্তি ও সুখে ভরিয়ে রাখব সবাইকে, সকল হৃদয়ে থাকবে ভালোবাসার বিজয়।