গরিব বলে নেই কি তবু আমার কোন দাম?
ভালো কিছু করতে গেলেই উড়ে আসে বদনাম।
তাই তো আমি বসে আছি নদীর পাড়ে একা,
আমার সঙ্গে আজও কেউ দিলো না যে দেখা।

কী বলব মনের কথা? সবাই ভাবে পর,
একটু কথা বলতে গেলেই বলে— "এখান থেকে সর!"
শুধুই কি দোষী আমি? কোথায় পাব ঠাঁই?
সত্য কথা বলতে গেলে কেন ভয় পায়?

শ্রমে গড়া হাতের রেখা, ঘামে ভেজা বুক,
তবু কেন মিথ্যে দোষে বাঁধে শত লোক?
গরিব বলেই কি তবে নেই কোনো দাম?
নদীর মতো বয়ে যাই, শুনি বদনাম।

তোমরা যারা ঠাট্টা করো, একদিন বুঝবে,
চোখের জলে নদীও যে কত কথা খুঁজবে।
আকাশ যেমন ধৈর্য ধরে, দেয় না কোনো ছায়া,
তেমন করেই বুকে রাখি শত দুঃখ-মায়া।

যদি কভু ফিরে আসো আমার কাছে,
দেখবে তখন নদীর জল কান্না হয়ে বাঁচে।
গরিব আমি, অসৎ নই— মানুষ আমি বড়,
ভালোবাসায় গড়ব স্বপ্ন, জীবন গড়ব  জড়!