ফিটনেসহীন গাড়ি চলে, কাঁপে পথের বুক,
প্রতিদিনই মৃত্যুর পাশে ভয়ের জাগে সুখ।
রাস্তাজুড়ে হাহাকার, রক্তমাখা ধূলি,
জীবন ফুরায় নিত্য ক্ষণে, দুঃখে ভরা কুলি।

চালকের নেই সাবধানতা, নিয়ম পড়ে গায়ে,
চাকা ঘুরে মরণ টানে, জীবন থেমে যায়।
পথের দুঃখ কে শুনিবে? কে তুলিবে গান?
নিয়মহীনতার আবরণে, নেমে আসে অবসান।

জাগো জনতা, তোলো শপথ, প্রতিরোধ আনো,
নিয়ম ধরে চলুক গাড়ি, জীবন করো প্রাণ।
লক্ষ্মীপুরের রামগতি, ঝড়ে-রোদে চলুক,
ফিটনেস নিয়ে পথ চলুক, জীবন সবার বাঁচুক।