হায়রে টাকা, তুমি কি অমূল্য রত্ন,
অপেক্ষায় সুখের আশ্বাস।
যাহা চাহি, তাহা লাভ করিয়া যাই,
তবুও কেন পাই না শান্তির আশ্রয়?
টাকার জন্য আমি হারাই অনেক কিছু,
ঘুম, হাসি, খেলা—সবই বিসর্জন দিয়া।
তোমার মোহে মানুষ বঞ্চিত হয়,
শান্তির সন্ধানে কখনো পৌঁছায় না।
হায়রে টাকা, তুমি কি সুখের চিহ্ন?
নাকি তোমার মধ্যে লুকায় কষ্টের দান?
প্রেম, আশা, সুখ—সব কিছু বিলীন হইয়া যায়,
মানুষ কি আদৌ শান্তি পায় তোমার সনে?
টাকা দিয়ে হয়তো অনেক কিছু ক্রয় করা যায়,
তবে কি পূর্ণতা আসে তাতে?
হায়রে টাকা, তুমি কি শান্তি দাও,
নাকি কেবল দুঃখের মুদ্রা বিলায় ।