ফেসবুকে এলাম, বন্ধু হই,
হাসি-খুশি থাকি, দুঃখ বই।
নিন্দার ছায়া দূরে রাখি,
ভালোবাসায় পথটি আঁকি।
নতুন যারা, চলো মিলে,
হৃদয় খুলে থাকি সবে।
হিংসার কথা ছুঁড়ে ফেলি,
আলো জ্বেলে স্বপ্ন জুড়ি।
নিন্দুক যত দূরে থাক,
সত্য বাজুক, মিথ্যা ফাঁক।
আনন্দেতে কাটুক বেলা,
বন্ধুত্ব হোক চিরদিন মেলা।
আলো দিয়ে আঁধার জয়,
ভালোবাসায় বিশ্বময়।
চলো মোরা এগিয়ে যাই,
সুখের সুরে জীবন গাই।