গাঁও গ্রামের ছেলে আমি, সহজ-সরল মন ,
মাটির গন্ধ বুকের মাঝে, তাতে জুড়ায় প্রাণ।
ভোরের বেলা শিশির পড়ে, কুয়াশা ঢাকা মাঠ,
ধানের ক্ষেতে দোলে হাওয়া, পাখির গানে মাত।
গরুর গাড়ি টগবগিয়ে যায় কাঁচা পথের ধারে,
বাঁশবাগানের ছায়ায় বসে, স্বপ্ন দেখি তারে।
নদীর ধারে জেলের বাস, নাও বেয়ে যায় দূরে,
আমি দেখি, মনটা ভরে, স্বপ্ন আঁকি সুরে।
শীতের সকালে রসের হাঁড়ি, বৈশাখে ঝড়-জল,
এই তো আমার গ্রাম-বাংলা, মায়ার গাঁথা আঁচল।
শহর যতই ডাক দিক না, মন তো পড়ে রয়,
গাঁও গ্রামের ছেলে আমি, মাটির মায়ায় জয়!