সূর্য ওঠে সকাল বেলা,
গাছে গাছে পাখির মেলা।
দৌড়ে খেলি মাঠের ধারে,
হাসিমুখে যাই যে সবারে।
ফুল ফুটে আর বাগানে হাসে,
গন্ধ ভাসে হাওয়া যে আসে।
নদীর জলে টলমল ঢেউ,
নৌকা বেয়ে যায় কেউ কেউ।
রাতে আসে তারা মেলা,
চাঁদটা যেন মিষ্টি খেলা।
ঘুমিয়ে পড়ি শান্ত মনে,
স্বপ্ন দেখি ছোট্ট বনে।