মিথ্যে বলার মধুর কথা,
পথে আনে শত ব্যথা।
যতই দাও ছলনার রঙ,
মুছে যাবে সময়ের ঢং।
মিথ্যের মাঝে সুখের খোঁজ,
অন্ধকারে গড়ে রোজ।
সত্য ছাড়া নেই যে শান্তি,
মিথ্যে আনে বিভ্রান্তি।
সত্য বলো, মাথা উঁচু,
তাতে থাকবে সম্মান কিছু ।
মিথ্যাবাদী যতই চালাক,
শেষে হয় তারই তালাক।