মাটির অমৃত ডাকে ফিরে চলি,
যত্নে বুনে শস্য, হৃদয়ে গাঁথি স্বপ্ন।
বাজারের দাম যেন আকাশ ছোঁয়া,
তবু মাটির মাঝে আমি খুঁজি শান্তির ঠিকানা।

দেশ আমাদের কৃষির মাটি,
অমূল্য রত্ন, সোনালি স্বপ্নের চিহ্ন।
এ মাটির কোলে গড়া প্রতিটি ফসল,
ঘামের বিনিময়ে হই পূর্ণ, হই পরিপূর্ণ।

অথচ বাজারের ঝড় থামিয়ে,
মাটির শক্তি হোক জীবনের আশ্রয়।
নিজ হাতে ফলানো শাকসবজি,
এ যেন জীবনের পুণ্যকরী খেতি।

খালি জমি সোনা হতে পারে,
বীজ বুনে, নতুন করে গড়ে তুলি জীবন।
হাঁস-মুরগি পালনে সুস্থ দেহ,
মাটির শক্তিতে আছে সুখের নীড়।

এসো, সবাই হাতে হাত ধরে,
কৃষির পথে চলি, একসাথে গড়ে তুলি আশা।
মাটির শক্তি দিয়েই গড়ব ভবিষ্যৎ,
জীবন হবে পূর্ণ, সুখে ও শান্তিতে মলিন।