হাসপাতাল আছে ঠিকই,
সেবার পথে বাধা,
চিকিৎসক নেই বলে
বাড়ছে রোগীর ব্যথা।
পঞ্চাশ শয্যা মাত্র,
রোগী শত শত,
সেবার শূন্য পিছুটান—
কোথায় মিলবে পথ?
নার্স নেই প্রয়োজনমতো,
ক্লান্ত তারা সারাদিন,
ফাঁকা পড়ে বহু পদ—
দায়িত্ব নেয় না কেউ!
রাত পেরোলে ডাক্তার আসে,
রোগী থাকে কাতর,
কেউ বা কাঁদে, কেউ হাঁটে—
মিলছে কোথায় কদর?
উর্ধ্বতন গণ জানেন তবু,
আশ্বাস দেন শুধু,
সমাধান কবে আসবে—
জানতে চায় সবাই শুধু!
পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই,
মেঝে মলিন, দুঃখের ছাপ,
বাতাসে ভাসে দুর্গন্ধ—
অবহেলায় জমে হতাশার চাপ।
কমলনগর চায় এবার,
স্বাস্থ্য হোক উন্নত,
নয়তো ক্ষোভ বাড়বে আরও—
সুখ হবে না অমৃত!