ব্যথা দিলো কষ্ট, মন হলো ভারী,
শব্দের মাঝে হারিয়ে গেল প্রিয় নারী।
নীরব অশ্রু ঝরলো, চোখে রইল জল,
বুকের ভিতর জ্বলে, নিঃশব্দ এক অগ্নি।

স্বপ্নগুলো ভেঙে, শেষ হলো আশা,
মনের ভেতর ঝড়, শান্তি পেল না মন।
যতই সহ্য করি, ব্যথা বাড়ে আরো,
এমন কষ্টের জ্বালা, কোথায় আছে সান্ত্বনা?

কিন্তু সময় তো থেমে থাকে না,
প্রতি ক্ষণে নতুন সূর্য উঠে আকাশে।
ব্যথার মাঝে কিছু আশা বাঁচে,
কষ্ট যত বাড়ে, হৃদয় তত সাহসী হয়।