ভালো মানুষের দাম নাই,
তেলবাজ সব জায়গায় ।
সত্য বলতে গলায় ফাঁস,
মিথ্যে নিয়ে বাজে তাস।

সৎ জন থাকে একা,
মিথ্যা দিয়ে বলে কথা।
তেলবাজ হাসে চতুর মুখে,
মিথ্যে দিয়ে জয় করে।

তবু সময় সব বলে দেয়,
মিথ্যে রঙ  ক্ষয়ে যায়।
সত্য মানুষ অমর হয়,
তাঁর নামই যুগে যুগে রয়।