নদীর কূলে স্বপ্ন বুনি,
স্রোতের টানে ভেসে যাই।
তীরের মাটি সরে যায়,
স্বপ্ন ভাসে জলের গায়।

সন্ধ্যা নামে বাতাস বয়ে,
স্মৃতির সুর বেজে রয়।
চোখের কোণে জল ঝরে,
মনটা কেন হাহাকারে?

ভাঙন যত আসুক কাছে,
তবু আশার আলো বাঁচে।
নতুন ভোরে রঙিন ডালে,
স্বপ্ন গাঁথি নতুন কালে।