সবুজ শ্যামল শস্যভূমি,
তোমায় নিয়ে গর্ব জমি।
নদীর বুকে ঢেউয়ের নাচ,
তোমার রূপে মুগ্ধ আকাশ।

ধানের ক্ষেতে সোনার ছোঁয়া,
মাটির গন্ধে প্রাণে হাওয়া।
পাখির গানে সকাল ভরে,
তোমার আলো হৃদয় ভরে।

রক্তে লেখা ইতিহাস,
তোমায় ঘিরেই মনের বাস।
তুমি মায়ের গর্বের ধন,
তোমায় দেখে শান্তি মন।

তুমি আশা, তুমি গান,
তোমার প্রেমে জুড়ায় প্রাণ।

বাংলাদেশ, তুমি আলোর রাশি,
তোমায় ছাড়া জীবন সাশী।
তোমার বুকে স্বপ্ন আঁকি,
তুমি ছাড়া শূন্য আঁখি।