চোখের জলে নদী হয়ে
বইছে স্রোত সেই ব্যথা লয়ে।
কী ছিল কাল? কী ছিল কথা?
আজ কেন শুধু কষ্টের ব্যথা?

মেঘলা আকাশ, ধূসর ছবি,
বুকের ভিতর রক্তের গ্লানি।
স্বপ্নগুলি যে হারিয়ে গেল
নদীর কূলে দাঁড়িয়ে বল।

বাঁশির সুরে ডাক দিলো কে,
হারিয়ে গেলো কার মনেতে?
চেয়ে রই সে মলিন মুখ,
নদী বলে, "তোমার সুখ?"

সুখের পাখি দূরে কোথায়?
চোখের পানি লুকায় শুধায়।
জীবনের গল্প ভাঙনের পথে
রেখে গেলো ধূলি স্মৃতির সাথে।

তবু আশা রাখে মানুষ,
নদীর বুকেও মেলে সন্ধান।
চোখের জলে যদি ফুল ফোটে
জীবন হবে রঙিন গোধূলিতে।

তুমি বলো, এই নদী কেন?
চোখের জলে রঙিন স্বপন।
ব্যথার সাথে মিলুক গান,
চোখের জলে আনন্দ পান।