চর জাঙ্গালিয়ার বাতাসে শান্তি বয়ে যায়,
মেঘনার তীরে কৃষকরা হাসে, ফসল কেটে নেয়।
দক্ষিণ পশ্চিম চর জাঙ্গালিয়া বিদ্যালয়ে,
শিক্ষার আলোতে পথটি উজ্জ্বল হয়ে যায়।
আল বারাকা মাদ্রাসায় ওঠে ধর্মের সুর,
সকল হৃদয়ে মেলে খুশির পূর্ণতা।
সবুজে হারায় দুঃখের কালো ছায়া,
আলোয় ভরে ওঠে সুখের মায়া।
চর জাঙ্গালিয়া, তুমি আমার প্রাণের আশা,
তোমার মাঝে আমি পাই সুখের ভরা।