ভাইকে হিংসা করো কেন?
সে তো তোমার রক্তের ধারা,
একই ঘরের মাটি, জল,
একই পথে জীবনের সব।

তাকে সম্মান, ভালোবাসা দাও,
তার সাফল্যে খুঁজে নাও তোমার আলো।
ভাই কি নয় অমূল্য রত্ন?
তার জয়ে খুঁজে নাও জীবন।

হিংসার আগুনে পোড়াবে কেন মন?
ভালোবাসাই তো শক্তি, বড়ো ধন।
ভাইয়ের সাফল্যে খুঁজে নাও তোমার সয়,
তারই জয়ে পাবে তুমি শান্তি, সফলতা।

যার সাথে কাটিয়েছ শৈশবকাল,
তার সাথেই গড়ো ভবিষ্যতের পাল।
তোমার ভাই তোমার রক্ত,
ভালোবাসায় হবে দুজনার শক্ত।

— রাকিবুল ইসলাম রাহান