ও বাবু, তুই কই যাস,
বাড়ির পাশে তালগাছ,
তালগাছে পাখির বাসা,
মনে আমার কত আশা।

পাখি গান গাইবে রে,
আকাশে উড়ে যাইবে রে,
ও বাবু, তুই ঘরে আয়,
দুধ ভাত খেয়ে যা।

ঘরে আমি যাব না,
দুধ ভাত খাব না,
বন্ধু আমার আইবো,
খেলতে আমি যাইবো।