ছোট্ট ঘরে অন্ধকারে,
স্বপ্নগুলো ঘুমিয়ে থাকে,
আলো এলে তারা জেগে ওঠে,
নতুন ভোরে সুরে মাখে।

নদীর বাঁকে পাখির ডাকে,
জীবনের গান বাজে প্রাণে,
শূন্য বুকেও আশা থাকে,
আলো আসুক নতুন ভোরে।