বুড়িগঙ্গার তীরে দাঁড়ায়,
গোলাপি রঙে প্রাসাদ বানায়।
নবাবদের স্মৃতি ধরে রাখে,
ঐতিহ্যের ছাপ মনে আঁকে।
ওসমান গনি শুরু করেন,
আহসানুল্লাহ নামটি ধরেন।
১৮৭২-এ শেষ হলো,
ঢাকার গৌরব তাতে মিশলো।
নাচঘরে বাজত সুর,
আলো ঝরত দিন-দুপুর।
সভা বসত বারো পর,
শাসন চলত এখানকার।
ভূমিকম্পে হয়েছিল ক্ষতি,
তবু জ্বলল ঐতিহ্যের আলো-সৃষ্টি।
আজকে এটি জাদুঘর,
দেখতে আসে সবাই পরপর।
আহসান মঞ্জিল স্মৃতি ধরে,
ইতিহাসের আলো ঝরে।