অনেকবার ভেবেছি নাবলা কথা,
তোমাকে আজ বলব।
নির্ঘুম কাটিয়েছি রাতের পর রাত।
শব্দের পীঠে সাজিয়েছি শব্দ।
অর্থহীন, বিরস শব্দবন্ধ,
পচা-গলা দাঁতে,
চেতনায় আঘাত হেনেছে।
গহীন তমসা অবরুদ্ধ ক'রেছে
কন্ঠ; বলতে পারিনি------
পদানত থাকবনা'ক।
বুকে অমিত সাহস নিয়ে
যখনই না বলা কথা
তোমায় বলতে চেয়েছি,
তোমার বিষ দাঁত-নখর
খুবলে খেয়েছে সব সাহস।
পারিনি বলতে আজও।
তবে সমস্বরে বলবই একদিন।
রচনাকাল...../// ২৬/ ০৪/ ২০১১