আমি একটা প্রতীক।
শ্রমিক-মজুর-কৃষাণ,
যাদের তুমি ক'রো ঘৃণা
এ প্রতীক
তার'ই এক জ্বলন্ত প্রতিবাদ।

আমি একটা প্রতীক।
ভাঙা স্বপ্ন বুকে আধ-মুঠো অন্নের।
এ প্রতীক
তার'ই এক প্রকৃত দাবীদার,
ভাষা নেই যার,
বস্ত্রহীন যে মা,
খোলা আকাশের নীচে,
জন্ম দেয় নতুন শিশুর।

এ প্রতীক
তার'ই এক ইতিকথা,
দুষ্টজনের 'পেষন-কলে'
যার স্নেহ-মায়া-মমতায়,
বাঁচতে চাওয়া
বিপন্ন আজ!

এ প্রতীক, তাই
লাল রঙে আঁকা,
ছোট্ট এক আগুনের ফুলকি!
এ প্রতীক
কাঁধে কাঁধ, হাতে হাত মেলানোর
এক দীপ্ত প্রতিশ্রুতি।

রচনাকাল....../// ১৩ই জানুয়ারি, ১৯৯০