শোভন,
এখন যে সময়, গান গাওয়ার।
উজ্জীবনী গান গাও।
বাজাও বীণার সুর,
উদ্বেলিত হৃদয়ে সাড়া জাগাও।
জীবনের গান গাও,
গাও দেশের গান।
জাগরনী গান।
শোভন, তোমার বীণার সুর,
হৃদয়তন্ত্রীতে তুলুক ঝংকার।
দামাল হৃদয়,
ঋজু দেহ আর উন্নত শির
আনুক প্রানের বন্যা।
জনপ্লাবনে, অত্যাচারীর
মুক্ত-কৃপাণ হোক খান্ খান্।
শোভন, গাও জীবনের গান।
মুক্তি পথের আগমনী গান
গাও, শোভন।
রচনাকাল........২২/০৪/২০১১