তারপর.....…
হাড় হিম আতঙ্কের প্রহরে
নতুন সুর্যোদয়ের ভোরে
মানুষ আর মানুষবেশী পশুত্বের
অসম লড়াই!
আপেক্ষিক বিজয়ের গর্বোদ্ধত
উল্লাসে, মাতোয়ারা শকুনির
বিষ নখর খুবলে খায় মনুষ্যত্ব।
পরাভব না মানা রাধারাণীরা
আজও
প্রতিবাদে উদ‍্যত মুষ্টিবদ্ধ দু'হাতে
পা'য়ে মেলায় পা
মাঠে-ময়দানে,
মিছিলে-স্লোগানে।
পনেরটি বসন্ত হয়েছে পার
আরও
পনেরটি পনের  বছর পরেও
বীর নন্দীগ্রাম
তুমি থাকবেই স্মৃতিতে অম্লান।

রচনাকাল......////-১৪/০৩/২০২২
সন্ধ্যা......////-৬:৩০ মিনিট