আপাদমস্তক ভীরু-কাপুরুষ স্বার্থমগ্ন মানুষের
চেতনায় প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাতে,
তোমর মতই বোকা এক ক্ষুদিরাম;
আজ বড় প্রয়োজন।

ক্ষুদিরাম তুমি, কিশোর বয়সেই চিনেছিলে
দেশশত্রুকে। তোমার বুকে জ্বলেছিল
মুক্তস্বাধীন ভারতবর্ষের দুর্নিবার স্বপ্ন।
সদ‍্য কৈশরের পা দেওয়া তোমাকে
কৈশরের স্বপ্ন; ছুঁতে পারেনি।
তুমি বড্ড বোকা ছিলে ক্ষুদিরাম।

ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও,
হার মানতে না শেখা তোমার অনমনীয়
দেশপ্রেম, শেখাতে চেয়েছিল বোমা বাঁধার কৌশল।

তোমার আত্মবলিদানে দেশ জেগেছে‌।
বিপ্লবের বহ্নিশিখা, নেতাজী সুভাষ,
বিনয়-বাদল-দীনেশ, ভগৎ, কানাইলাল
সূর্যসেন, প্রীতিলতা কাঁপিয়েছে বৃটিশকে।
আমরা পেয়েছি ত্রিধাবিভক্ত স্বাধীন দেশ।

শতবর্ষের পরও তুমিই প্রেরনা
বোকা ক্ষুদিরাম! তোমার মতোই কিশোর;
যুবকের হাতে হাতে আজ বোমপিস্তল অবিকল
তোমারই মত, শত্রু নিধনে।
অন‍্যায় অবিচার আর দুঃসহ অনাচার প্রতিরোধে
এ শক্তিকে প্রতিবাদের অগ্নি মশাল হয়ে জ্বালাতে
তোমারই মত শত ক্ষুদিরাম দেশের বড় দরকার।

প্রতিবাদের প্রতিরোধের বিপ্লবের আরেক নাম
শহীদ বিপ্লবী ক্ষুদিরাম।
তুমি লীন হয়েছ মৃত‍্যুর শীতল ঘুমে। তবু
শত বরষের পরও তুমি চর্চিত এগারোই আগষ্টে;
মুক্তিকামী মানুষের চেতনায়-মননে-চিন্তনে।

ফিরে এসো ক্ষুদিরাম,
লক্ষ কোটি ভারতবাসীর অন্তরে-চরিত্রে।
হে বীর মুক্তিসেনানী, ফিরে এসো আবারও।
ক্ষুদিরাম, তুমি আজও..........।


রচনাকাল........১১/০৮/২০২৩
    বাংলা ........২৫ শ্রাবণ ১৪৩০