সে কোন আদ্দিকাল থেকে
তোমাকেই খুঁজে চলেছি,
মোনালিসা।
আমার মনের মাধুরীতে
জোছনার রং আর
সমুদ্রের নীলে এঁকেছি তোমায়।
তোমারই জন্য উদার আকাশ,
পাখির কলতান
ফুলের সৌরভে দুনিয়ার মৌতাত।
ব্যাবিলনের শূন্য উদ্যানে,
তাজমহলের পাথরে আর
হীরাঝিলে আছ তুমি,
রবে চিরকাল।
সিরাজের লুৎফা কিংবা
কাদম্বিনী, নীরা, বনলতা সেন,
হালফিলের রঞ্জনা, নীলাঞ্জনা
আছে কালের অতল গভীরে।
আর তুমি ?
প্রতিটি শিরায় -উপশিরায়,
রক্ত প্রবাহে, প্রতি শ্বাসে।
তোমার জন্যই ভোরের আকাশ,
নবারুণোদয়, জোৎস্নার শোভা।
আজও ---------
উদ্বেলিত করে জীবনবোধ।
কাব্য -সাহিত্য, মননশীলতায়
তুমিই অপরাজেয়, অম্লান।
সংগীতের সাত সুর,
বীণার ঝংকার,
নুপুরের রিনি ঝিনি,
বরষার মল্লার সে তো
তুমিই শুধু তুমি।
লিও এঁকেছেন তোমায়
আপন মনের মাধুরীতে।
অনুপম চোখের যাদুতে
পাগলপারা ভালবাসায়
করেছি তোমায় প্রাণবন্ত।
মনের গহীন তিয়াসায়,
অপরূপ রূপলাবণ্যে
বেনীআসহকলা'য়
তোমাকেই খুঁজি,
নির্ঘুম রাতে,
কাকলির কলতানে বলি,
ভালবাসি। ভালবাসি।
এক পৃথিবী ভালবাসায়
ভরিয়ে দিতে সবাকার হৃদয়
মোনালিসা,
খুঁজেই চলেছি তোমায়, অক্লান্ত।
পাইনি আজও ................।
রচনাকাল............২৬/১০/২০২০