শুভ-অশুভ,
ভাল-মন্দ,
দেশ-কাল
ধনী-গরীব,
রাজা-প্রজা,
সরকার-বিরোধী,
নেতা-জনগণ।
আইন-আদালত,
চোর-পুলিশ,
থানা-দারোগা,
মিঠে-কড়া।
দর-দাম,
ক্রয়-বিক্রয়,
পাত্র-পাত্রী,
ছেলে-মেয়ে,
সাদা-কালো,
মানুষ-অমানুষ।
আস্তিক-নাস্তিক,
বিশ্বাস-অবিশ্বাস,
ধর্ম-অধর্ম,
হিন্দু-মুসলমান,
রবীন্দ্রনাথ-নজরুল।
ভিন্নার্থের শব্দগুলি
একই পঙ্কতিতে
জুড়ে দেয় ছোট্ট এক
হাইফেন!
অথচ-–----
ধর্ম-বর্ণ-জাতী
ধনী-গরীব, উচ্চ-নীচ
ভেদাভেদ ভুলে,
মানুষে মানুষে
একাকর হওয়ায়
বড় অন্তরায়, ঐ
ছোট্ট হাইফেন।
রচনাকাল--// ১৯ জুলাই ২০২০