(বিগত ০৭/১১/২০১৭ তারিখে আসরের কবি জনাব সাকিব জামাল'র আলোচনা ফুটল রাইম বিষয়ে প্রানিত হয়ে এ লেখার প্রচেষ্টা মাত্র)

(১)
আমি তুমি
স্বপ্ন ভূমি।

(২)
এক দুই
আমি তুই।

(৩)
দর দাম
অবিরাম।

(৪)
নেক আমল
পরকাল।  

(৫)
দুখ  সুখ
দু`টি মুখ।  

(৬)
মন্দ- ভালো
হোক আলো।  

(৭)
দেশ কাল
দেখ হাল।  

(৮)
আজ কাল
অবিকল।  

(৯)
রাষ্ট্র-নীতি
আছে শান্তি।  

(১০)
নর- নারী
ঘর বাড়ি।  

(১১)
হাবা  গোবা
পানা ডোবা।  

(১২)
মশা মাছি
বেঁচে আছি।

(১৩)
রোগ -শোক
ব্যর্থ হোক।

(১৪)
রাজা রানী
নাই পানি।  

(১৫)
হিংসা দ্বেষ
আফসোস।  

(১৬)
ধীর স্থীর  
শান্তি নীড়।  

(১৭)
চিত্ত বিত্ত
সার সত্য।  

(১৮)
আত্ম পর
সরে পড়।  

রচনাকাল ......///----২৮/০৩/২০২২
                      ১৩ই চৈত্র ১৪২৮