জোছনা রাতে

জোছনা রাতে একলা আছি বারান্দাতে।
দূরে কোথাও ডাকছে শোন  ঝিঁঝিঁ তে।
বইছে হাওয়া শন্ শন্,
করছে মশা ভন্ ভন্ ।
বাউল কেমন সুর তুলেছে একতারাতে।


রাতের বেলা

আঁটকুল বাঁটকুল শাঁটকুল ভায়রা,
পুকুরেতে  ধরছে মাছ খয়রা।
চাঁদ চায় মিটি মিটী,
পেত্নীর দাঁতকপাটি।
কড়াপাকে ভাজছে মিঠাই ময়রা‌।

অমূল‍্য ঘোষ

অমূল‍্য ঘোষ, নাই তার দোষ।
ব‍্যাচে দিলখোস, নাই আফসোস।
হাঁটে গম্ গম্,
খায় চম্ চম্।
বিকালেতে যায় হাটে সাথে হীরা বোস।

রচনাকাল....…২১/১১/২০২০