ব্যস্ত পৃথিবী।
চলছে ভাঙা-গড়ার খেলা।
অবিরাম গতিতে ছুটে চলেছি
বিত্তের টানে।
সভ্যতা চলেছে এগিয়ে,
মানুষ পড়েছে পিছিয়ে।
প্রাচীনতা, দানবতা, অন্ধতা
আর
উগ্র পাশবিকতা চেতনায়, মজ্জায়
হানছে কুঠারাঘাত।
পলকা স্বার্থে,
পরিখা তুলেছি সর্বত্র।
আত্মজনের সীমারেখা
করেছি সঙ্কুচিত।
আরও সঙ্কুচিত
আমাদের মনন! ভালোবাসা!
অন্তহীন অর্থলিপ্সায়,
গড়েছি ছোট পরিবার।
এবং, এখন
একান্নবর্তীতা ভাঙছে, ভাঙছে
শুধুই ভা---ঙ---ছে---।
রচনাকাল -০৯/০৯/১৯৯৭