কতবার ভেবেছি,
আর ঘুরবনা। থিতু
করব নিজেকে।
তবুও-------
ডিগবাজি খাচ্ছি অবিরত।
"নো ভ্যাকান্সি"র লেবেল সাঁটা
দরজায়-দরজায় ঘুরপাক
খেয় খেয়ে-----
ভরিয়েছি ক্ষুধা।
মগজে খস্ খস্ করছে
ইতিহাসের পাতা।
অজীর্ণ-রোগে শীর্ণ কায়া,
পিট্ পিট্ চায়----
আলোর পানে।
এখনও
চলছেনা, চলবেনা'র স্লোগানে
গলা মেলাই।
চলছে তবুও
আগের মতই।
রচনাকাল..../// ০৯ জুলাই, ২০১১