অনন্ত বিশ্বলোক মাঝে
তোমার সগর্ব বিচরণ!
সীমাহীন আকাশের নীলনীলমায়,
তুমি-----
মোহনীয় অপরূপা।

শিমুল-পলাশের এ
ফাগুন রাঙা বসন্ত দিবসে
তোমার মহিমা-গাঁথায়,
অনন্য অনুভবে মাতোয়ারা
বিশ্বভুবন।

শুধুই স্তুতিবাক্য আর
তোমার স্বশক্তিকরণের
মধুর উচ্চারনে
জয় করতে চায় তোমাকে।
এ ক্ষুধাদীর্ণ পৃথিবী সম্বৎসর
শোষণের গর্বোদ্ধত উল্লাসে
পিষ্ট ক'রে চলে
তোমার জীবন।

আজ এ নারী দিবসে ;
শুধুই অন্তহীন লজ্জা !
পোড়া বারুদের ধোঁয়ায়
মুক্ত নীলাকাশ বিষবাসে পূর্ণ,
নিকষ কালো আঁধারে
দিশাহীন রাত।

অনন্যা তুমি,
কৃত্রিম বিজয়োল্লাস আর নয়,
চলো-----
আত্মগরীমায় পূর্ণ  নারীত্বের
অধিকারে দুর্বার মিছিলে,
নতুন সূর্যোদয়ের প্রহরে
হাতে রেখে হাত।





রচনাকাল ..........////০৮/০৩/২০২২