গল্পের শুরুটা একটা
হোচোট খাওয়া অথবা পা এ
কাঁটা ফুটানো
কি বেশী ব্যথাদায়ক ?
দোষটা কি তোমার পদযুগলের
নাকি কাঁটার______?
নাকি চটি জোড়া যে
তোমার সামনে আসেনি
অনাহূত অবশ্যম্ভাবী ঘটনা।
অথবা,আমার নিশিতে পাওয়া
কোনটা বেশী ভয়াবহ ?
নাকি মৌচাকে ঢিল খাওয়া মৌমাছি
আমার পিছু নিয়ে ছিল
অনাহূত অবশ্যম্ভাবী ঘটনা।
নাকি হাওয়াটা ছিল এমনই,
আমার যাওয়াটা না তোমার আসাটা
নাকি পথের ধারে কাঁটা ওৎপেতে ছিল_____!
তোমার মুখে ছিল ঈষৎ রক্তাভা
তোমার চুলে ছিল ফিনফিনে হাওয়া
আমার ঠোটে নিরঅংকুশ ভালো লাগা
অদ্ভুত ,তুমি যাচ্ছিলে আমি আসছিলাম।