মোহাচ্ছন্ন বিকেলে
ভাবছিলাম প্রতিক্রিয়াশীল ঠোঁটের তিলখানা।
ভোরের আলোয় ভেবেছিলাম
ঠোঁটের কিনারায়  
অতি উৎসাহী চোখে চেয়েছিলাম দুপুর রোদে পথ হারালাম ভ্রূর মৌনতায়
সন্ধ্যা ছুতে না ছুতেই
খুঁজে পেলাম তোমার চনমনে বাঁ কাধে,কাল স্ত্রাপের অবগুণ্ঠনে
এরপর চকচকে কালো তিলখানা
আঁধারকে অথৈ ভেবে
মুখ লুকালো তোমার বুকের বাঁ মলাটে...
আমার অস্থির অনুসরন
এক প্রতিক্রিয়াশীল তিলের
অসহ্য আবেশে...

১৪১০১৫