তোমার পেছন থেকে হাটা দেখার আশায়
তোমার  রঙ্গিন পুচ্ছের মতো নিতম্ব
কেটে যায় হাজার রাতি ,
তোমার হাটা দেখার আশায় আশায় আশায়
বেলা কাটে তোমায় ভালোবেসে,
অন্য বেলায় ,
চলে হাপিত্যতেশ... হাটা দেখার আশায় আশায়
তির তির করে
কেঁপে উঠা পুচ্ছ
চলে বৃষ্টির জন্যে  উৎসব
ডান-বাম
বাম-ডান
তবু হাইহিল
তবু নুড়ি পাথর
তোমার  আশায় আশায়
তোমার ছন্দবদ্ধ চলন ,
কেটে যায় হাজার রাতি
তোমার  রঙ্গিন পুচ্ছের মতো নিতম্ব
বেলা কাটে তোমায় ভালোবেসে ।