একটা  দ্রুতজান করে আমরা ছুটছিলাম
প্রাচির পেরিয়ে
সাথে দু দিনের সিন্থেটিক খাবার
গলায় নাইলনের গলা বন্ধনি
বাতাসে আমাদের চোখ-মুখ কেটে কেটে  যাচ্ছিল
তুমি আমায় জড়িয়ে  ধরেছিলে
চাইছিলাম সভতা থেকে দূরে সরে যেতে
দ্রুতজানের মডিউলতা জানাচ্ছিল
স্পিডের তারতম্য
মনে ছিল
চন্দ্রাবতি আলো
জলপ্রপাত
উপত্যকার নিগুঢ় ছায়া
ঢুকে  পরলাম একটি  শহরে
তারপর নাম না জানা আরো শহর,
লাশ কাঁটা মানুষ
এন্টিসেপ্টইকের বিষাক্ত ঘ্রাণ
অবিরত,    অবিরত।