তুমি কি করো মেয়ে ,
যখন
আমি তোমায় ভাবি ?
বুঝতে পারো কি ?

বুক পকেটে রাখা ছবি খানি
যখন চুম্বন করি,
একটুও কি বুঝতে পারো না ?
বাতাস কি দোলা দেয় না ?
চুম্বনে  তোমার ঠোঁট কি সিক্ত হয় না ?

রাএিতে  হটাৎ
জেগে উঠি
তোমায় মনে পরে ..........
হয়তো ঘুম চোখে হেসে ফেলো,
গভীর করে ।

যখন তোমায় ভাবি
তুমি একটুও কি ভীমড়ি খাও না ?

মনে কি পরে না
আমায় ?
কোন বৃষ্টির রাতে ?
অথবা জোছনায় ,
প্রগাড় ভালোবাসায় ?

মনে কি পরে না ,
যখন তোমায় ভাবি ?
চলতে চলতে ,
একটু হোঁচট খেলেওত পারো  ।