চাঁদটা তোমায় পৌঁছে দেব ভেবে,পথে নেমেছিলাম
সুতোয় বাঁধা চাঁদ ,
ফানুসের মত ভেসে ভেসে চলছিল ।
তাঁরারা ছিল না সে দিন
ছিল মৃদু বাতাস
ছিল হু হু করা মন
ছিল অংশু নদীর দু কূল ছাপান জোছনা
তোমার বিস্মিত চোখ …

ভাবলাম চাঁদটা বেধে দেবো তোমার উঠোনে
এ দিক ও দিক দুলবে ।
কলা পাতার ফাঁকে যখন জোছনা নামবে
আমি-তুমি সেই জোছনার আলতে উঠোনে ছায়া ফেলবো
তুমি গান ধরবে পরিযায়ী পাখির কণ্ঠে
আমি জোছনা দেখবো
আর ভাববো …
আর ভাববো ,তোমার হু হু করা মন ।