সত্য একটা ক্যাকটাস পাতা
গিলে রাখা যায় না
সব সত্য বলা যায়  না




মোনোরোমা
হয়তো চাঁদ ঠবে না
বাতাস বইবে না
দোষ তুমি কি আমায় দেবে
আমি তো
চাল জিতছি তোমায় ভেবে ভবে