চলো পালাই ,
কোন  দূরবোধ্য রাস্তা ধরে
গৃহস্তালি প্রবল ইচ্ছা বিসর্জন দিয়ে ।


ট্রাপাজিয়ামের সকল বাহু সমান
নয় ,
সমান বাহু  বাড়িয়ে দিয়েছিলাম
তোমার মনে ঘষে চলা
আমার অসমান বোধ গুলোর
জন্য
যা সমান নয় ।