পাদুকা জোড়া খুলে এসেছি
তোমার মনে ছাপ ফেলব বলে।



আমার খালি প্রেম  প্রেম লাগে
ঘুমে কিংবা জেগে
এমনকি তোমার অহংকারী পা।