তোমার প্রকট চোখ
প্রচ্ছন্ন হাসি
আমায় লড়তে শেখায়
আমি চাই লড়তে
শুধু তোমার জন্যে
ডুয়েল কিংবা গানফাইটে ।