তোমার হাসি বড় ভোগাচ্ছে
আমাকে
বেখেয়ালী হয়ে যাচ্ছি
মন বসাতে পারছি না
তোমাতে না অবসর।