একটা ভুল মানুষ, একটা ভুল চিঠি
পড়ে আছে এক ভুল খামে
নিহত সৈনিকের দেহ
যেমন পড়ে থাকে যুদ্ধের ময়দানে
ভুল পথের দ্বারে প্রেমিকের কান্না
বিপ্লবী সংগ্রামের মিছিলে
আবার কেনো ফিরে আসতে চাও তুমি?
চেনা রাস্তার কোন পথিক হয়ে
অন্ধকারে নিমজ্জিত আলোর মশালে
স্মৃতিরা চলে গেছে ভুল ঠিকানায়
ভুল হয়ে ঘুম ঝরে, রাত হয়ে ভোর ফিরে
স্মৃতিরা কখনো ভুল হয় না।
স্মৃতিরা মরে না, বাঁচে ছায়া হয়ে
দুরত্ব বাড়ে, বাড়ে না শেষ প্রহরের দীর্ঘশ্বাস
ছায়ারা ফিরে আসে না কেন স্মৃতি হয়ে?
একটা ভুল ট্রেন, ভুল কিছু যাত্রী
পথের ভুলে হারাবে গুহার গহীনে
লোভের আগুনে দগ্ধ হয়ে
মানুষ যেমন ফিরে যাবে নরকের দ্বারে
ভুলের মাশুলে ঘড়ির কাঁটা ঘুরে
সময় হয়ে উঠে হিংস্র হায়না
কারাগার ভাঙবে প্রেমের প্রতারণায়
আজকের দৈনিকে প্রেমিকের জীবন
বিসর্জনের সংবাদে।
আলোকিত রাতের জোছনায়
সমাহীত বর্ণিল ক্যানভাসে,
উদাসীন রাত জাগা প্রতিক্ষায়
স্বপ্নেরা বাড়ি ফেরে অপেক্ষায়,
গিটারের তার জুড়ে সূরের ভয়
শব্দেরা থেমে নিস্তব্ধ হয়,
সব ভুল ছিলো
ছিলো সমিক্ষার অপেক্ষায়,
কাল যেন আবার ফিরে পায়
রৌদ্র উজ্জ্বল প্রাণের ভয়
কবে শুধরাবে সূর্যের আলো?